কয়েক বছর আগেও ভারত সম্পর্কে বলা হত ‘ওয়ার্ল্ডস ফাস্টেস্ট গ্রোয়িং ইকনমি’। অর্থাৎ বড় দেশগুলির মধ্যে ভারতের মোট জাতীয় উৎপাদন (জিডিপি) বাড়ছিল সবচেয়ে দ্রুত হারে। তবে করোনা অতিমহামারীর জেরে বদলে গিয়েছে পরিস্থিতি। চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ভারতের জিডিপি এক বছর আগের তুলনায় ১৯.২ শতাংশ কমতে পারে বলে পূর্বাভাস দিচ্ছে ব্লুমবার্গ ইকনমিক্স । ৩১ অগস্ট পর্যন্ত আর্থিক পরিস্থিতি সংক্রান্ত পরিসংখ্যান বিশ্লেষণ করে এই মত দিয়েছেন সংস্থার বিশেষজ্ঞেরা।