নৌযুদ্ধ বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, পাসেজ এক্সারসাইজ যখনই সুযোগ আসে তখনই করা যায়। তার জন্য প্রাক-পরিকল্পনার দরকার হয় না। সম-মনস্ক নৌবাহিনীগুলির সঙ্গে এই অনুশীলন করা সবসময়ই খুব ভালো। তবে এই বছরের শেষের দিকে মালবার নৌমহড়া করা হবে বলে আগেই জানা গিয়েছিল। সেই মহড়ায় অংশ নেবে আমেরিকা, জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার নৌবাহিনী।