ভারতে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। দৈনিক আক্রান্তের সংখ্যা এখন পৌঁছে গিয়েছে ৭০ হাজারের কাছাকাছি। মোট আক্রান্তের সংখ্যা ২৯ লক্ষ ছাড়িয়েছে। এই অবস্থায় চাতক পাখির মত ভ্যাকসিনের অপেক্ষায় রয়েছে দেশবাসী। তারমধ্যেই আশার আলো দেখালেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। ইজ্ঞিত দিলেন ভারতের প্রথম করোনা ভ্যাকসিন কোভ্যাক্সিন প্রস্তুত হয়ে যেতে পারে চলতি বছরের শেষেই।