প্রিয়দর্শিনী ইন্দিরার এক ডজন গল্প, দেখুন স্মৃতির সরণি বেয়ে দুষ্প্রাপ্য কিছু ছবি

১৯১৭ সালের ১৯ নভেম্বর এলাহাবাদে জন্ম হয়েছিল ইন্দিরা গান্ধীর। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর একমাত্র কন্যা তিনি। বেঁচে থাকলে আজ ১০২ বছর হত তাঁর। ১৯৮৪ সালের ৩১ অক্টোবর আততায়ীর গুলি ঝাঁঝরা করে দিয়েছিল ভারতের প্রথম ও এখনও পর্যন্ত একমাত্র মহিলা প্রধানমন্ত্রীকে। দেশের জন্য বেশকিছু গুরুত্বপূণ সিদ্ধান্ত নিয়েছিলেন এই মহিয়সী নারী। যা বদলে দিয়েছিল ভারতের ভবিষ্যত। তবে সমালোচনার আঁচেও পুড়তে হয়েছে  এই নেত্রীকে। এক ঝলকে দেখে নেওয়া যাক তাঁর জীবনের ফেলে আসা কিছু সময়ের দুষ্প্রাপ্য ছবি।

Sumana Sarkar | Published : Nov 19, 2019 9:04 AM IST / Updated: Nov 19 2019, 02:38 PM IST
112
প্রিয়দর্শিনী ইন্দিরার এক ডজন গল্প, দেখুন  স্মৃতির সরণি বেয়ে দুষ্প্রাপ্য কিছু ছবি
. ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর কন্যা ইন্দিরার জন্ম ১৯১৭ সালের ১৯ নভেম্বর।
212
ছোটবেলায় মহাত্মা গান্ধীর সান্নিধ্য পেয়েছিলেন শ্রীমতী গান্ধী।
312
১৯৪১ সালের জানুয়ারিতে লন্ডনের রয়্যাল হোটেলে বাবার লেখা বই বিক্রি করছেন কিশোরী ইন্দিরা। সেই সময় জেলে ছিলেন নেহেরু।
412
১৯৪৯ সালে মার্কিন সফরে গিয়েছিলেন নেহেরু, সঙ্গে ছিলেন ইন্দিরাও। ছবিটি নায়াগ্রা জলপ্রপাতের সামনে তোলা।
512
১৯৫৩ সালের ইংল্যান্ডে দুই ছেলে রাজীব ও সঞ্জয়ের সঙ্গে ইন্দিরা গান্ধী।
612
. রাজধানীতে বাবা জওহারলাল নেহেরুর সঙ্গে ইন্দিরা। সঙ্গে রয়েছেন ছোট রাজীবও।
712
দিল্লির বাড়িতে রাজীব ও সঞ্জয় গান্ধীর সঙ্গে শ্রীমতী গান্ধী।
812
১৯৭২ সালে দিল্লিত মাদার টেরিজার সঙ্গে ইন্দিরা গান্ধী।
912
১৯৮২ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ১০ ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী শ্রীমতী গান্ধী।
1012
কমনওয়েলথ দেশগুলির প্রধানমন্ত্রীদের সঙ্গে বাকিংহাম প্যালেসে রানি দ্বিতীয় এলিজাবেথ। বৈঠকে উপস্থিত শ্রীমতা গান্ধীও।
1112
অসম্ভব জনপ্রিয় হলেও ইন্দিরার বেশকিছু নীতি নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছিল।
1212
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos