Published : Nov 19, 2019, 02:34 PM ISTUpdated : Nov 19, 2019, 02:38 PM IST
১৯১৭ সালের ১৯ নভেম্বর এলাহাবাদে জন্ম হয়েছিল ইন্দিরা গান্ধীর। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর একমাত্র কন্যা তিনি। বেঁচে থাকলে আজ ১০২ বছর হত তাঁর। ১৯৮৪ সালের ৩১ অক্টোবর আততায়ীর গুলি ঝাঁঝরা করে দিয়েছিল ভারতের প্রথম ও এখনও পর্যন্ত একমাত্র মহিলা প্রধানমন্ত্রীকে। দেশের জন্য বেশকিছু গুরুত্বপূণ সিদ্ধান্ত নিয়েছিলেন এই মহিয়সী নারী। যা বদলে দিয়েছিল ভারতের ভবিষ্যত। তবে সমালোচনার আঁচেও পুড়তে হয়েছে এই নেত্রীকে। এক ঝলকে দেখে নেওয়া যাক তাঁর জীবনের ফেলে আসা কিছু সময়ের দুষ্প্রাপ্য ছবি।