লাদাখের বিতর্কিত অঞ্চল থেকে সেনা সরিয়ে নিচ্ছে চিন। পিছু হাঁটছে পিপিলস লিবারেশ আর্মির সদস্যরা। কিন্তু চিন এতটাই শক্তপোক্ত ঘাঁটি তৈরি করেছিল যে সম্পর্ণ রূপে সেনা সরিয়ে নিতে সময় লাগবে বুধবার পর্যন্ত। সূত্রের খবর মঙ্গলবার গালওয়ান উপত্যকা অর্থাৎ ১৪ নম্বর পেট্রোল পয়েন্ট থেকে সেনা সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এদিনই সেনা সরিয়ে নেওয়ার সমস্ত প্রক্রিয়া শেষ হবে হটস্প্রিং অর্থাৎ ১৫ নম্বর পেট্রোল পয়েন্ট থেকে। কিন্তু গোগরা এলাকা অথবা ১৭এ পেট্রোল পয়েন্ট থেকে সেনা সরিয়ে নেওয়ার কাজ শেষ হবে আগামিকাল। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে এখনও সময় লাগবে বলেই সেনা বাহিনী সূত্রের খবর। সম্ভবত জুলাই মাসে ভারত চিন সামরিক পর্যায়ে আরও একটি বৈঠক হতে পারে বলেই মনে করছেন সেনা কর্তারা।