আরও চিন্তা বাড়তে চলেছে চিন-পাকিস্তানের, ১০ সেপ্টেম্বর বায়ুসেনায় আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্তি রাফালের
আরও শক্তিশালী হওয়ার পথে ভারতীয় সেনাবাহিনী। দীর্ঘ অপেক্ষার পর আগামী ১০ সেপ্টেম্বর ভারতীয় বায়ুসেনায় আনুষ্ঠানিকভাবে যুক্ত হতে চলেছে ফ্রান্স থেকে আনা পাঁচটি রাফাল যুদ্ধবিমান।
সরকারি সূত্র বলেছে, “প্রথম পাঁচটি রাফাল বিমান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত করতে চলেছেন। ভারত এই অনুষ্ঠানের জন্য ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী ফ্লোরেন্সকে আমন্ত্রণ জানাচ্ছে।”
২৯ জুলাই প্রথম পাঁচটি রাফাল ফ্রান্স থেকে ভারতে আসে। ভারতীয় বায়ুসেনা তখন জানিয়েছিল যে আনুষ্ঠানিক অনুষ্ঠানের পরে বিমানগুলিকে অন্তর্ভুক্ত করা হবে।
আগামী ৪ থেকে ৬ সেপ্টেম্বর সাংহাই কো–অপারেশন অর্গানাইজেশনের অন্তর্ভুক্ত দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠক রয়েছে। সেই বৈঠকে যোগ দিতে রাশিয়া যাবেন রাজনাথ। ওই বৈঠক থেকে ফিরেই ১০ তারিখ আম্বালার অনুষ্ঠানে যাবেন প্রতিরক্ষামন্ত্রী।
২০১৬ সালে ফ্রান্সের সঙ্গে ৩৬টি রাফাল বিমান কেনার চুক্তি করে ভারত। চুক্তির চার বছর পর চলতি বছর ভারতের হাতে প্রথম ধাপের ৫টি রাফাল এসেছে।
পাঁচটি রাফালের মধ্যে তিনটি সিঙ্গেল-সিটেড এবং দুটি টুইন-সিটেড ট্রেনার বিমান রয়েছে। ফ্রান্স থেকে আসার পরেই পাইলটরা প্রশিক্ষণ নিচ্ছেন। ইতিমধ্যে লাদাখ অঞ্চলেও এই যুদ্ধ বিমান উড়েছে বলে খবর।
আম্বালা সেনাঘাঁটিতে গোল্ডেন অ্যারো স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত করা হবে রাফালকে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, চিনের সঙ্গে সংঘর্ষের আবহে ভারতীয় বায়ুসেনায় রাফালের অন্তর্ভুক্তি বিশেষ তাৎপর্যপূর্ণ।
এর আগে ১৯৯৭ সালে শেষবার রাশিয়ার থেকে সুখোই বিমান কিনেছিল ভারত।