বিয়ে হোক আর না হোক, পৈতৃক সম্পতিতে মহিলাদের অধিকার রয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানিয়েছে হিন্দু উত্তরাধিকার আইনে ২০০৫ সালের সংশোধনী অনুযায়ী একজন হিন্দু মহিলার পিতামাতার সম্পত্তিতে অধিকার রয়েছে। ২০০৫ সালের সংশোধিত হিন্দু উত্তারাধিকার আইন পৈতৃক সম্পত্তিতে মহিলাদের সমানাধিকার দিয়েছিল। মঙ্গলবার সুপ্রিম কোর্ট আরও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে এই আইন সংশোধনের সময় বাবা বা বেঁচে থাকুক বা না থাকুক পারিবারিক সম্পত্তিতে বাড়ির পুরুষ সদস্যদের মতই কন্যা সন্তানেরও সমানাধিকার রয়েছে। বিচারপতি অরুণ মিশ্রের নেতত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ জানিয়েছে হিন্দু উত্তারাধকার আইন যখন সংশোধন করা হয়েছি, তখন যদিন মহিলার বাবা মারা গিয়ে থাকেন তাহলেও তিনি পৈতৃক সম্পত্তিতে অধিকার পাবেন।