মহামারিতেও অব্যাহত ধনলক্ষ্মীর কৃপা, গত ৬ মাসে নতুন ১৫ জন বিলিওনিয়ার পেল ভারত

করোনার কারণে গত ছয়মাসে দেশে কাজ হারিয়েছেন প্রায় ৪১ লাখ মানুষ। দেশের ডিজিপি গত ৪০ বছরের ইতিহাসে সবচেয়ে তলানিতে। কিন্তু তাতে কিছু যায় আসেনি দেশের তাবড় বিজনেসম্যানদের। কারণ বিখ্যাত ‘ফোর্বস’ ম্যাগাজিন বলছে এই ছয়মাসে দেশে বিলিওনিয়ার (১০০ কোটি) বেড়েছে ১৫ জন। 

Asianet News Bangla | Published : Sep 18, 2020 12:42 PM IST / Updated: Sep 18 2020, 06:15 PM IST

18
মহামারিতেও অব্যাহত ধনলক্ষ্মীর কৃপা, গত ৬ মাসে নতুন ১৫ জন বিলিওনিয়ার পেল ভারত

‘ফোর্বস’-এর ‘রিয়েল টাইম বিলিওনিয়ার’তালিকায় আপাতত মোট ১১৭ জন ভারতীয়ের নাম রয়েছে।মার্চ মাসে যে সংখ্যাটা ছিল ১০২। 

28

অর্থাৎ, অঙ্কের হিসেবে বিলিওনিয়ারের  সংখ্যা বেড়েছে ১৫ জন। 

38

ওই ১১৭ জন ভারতীয়ের মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৩০ হাজার কোটি ডলার। যাকে ধনী-গরিবের মধ্যে পার্থক্য আরও বেড়ে যাওয়ার লক্ষণ হিসেবেই দেখছেন অর্থনীতিবিদরা। 

48

ভারতীয়দের মধ্যে এই তালিকার শীর্ষে যথারীতি রয়েছেন মুকেশ আম্বানি। তিনি বিশ্ব ক্রমাঙ্কে ৬ নম্বরে রয়েছেন।

58

ফোর্বস জানিয়েছে তাঁর সম্পত্তির পরিমান ৮,৮২০ কোটি ডলার। ফলে তিনি ভারত তো বটেই, এশিয়ার ধনীতম ব্যক্তি এখন। 
 

68


 ভারতে দ্বিতীয় স্থানে এইচসিএল টেকনোলজিস-এর প্রতিষ্ঠাতা কর্ণধার শিব নাদার। ২,০৬০ কোটি ডলারের মালিক নাদার বিশ্বে ৬৪ নম্বরে। 

78


ভারতীয় ধনীদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন  আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি।

88

এর পর ভারতীয়দের তালিকায় ক্রমপর্যায়ে রয়েছেন  কোটাক মহিন্দ্রা গ্রুপের কর্ণধার উদয় কোটাক, ডিমার্ট-এর কর্ণধার রাধাকৃষ্ণ দামানি ও তাঁর পরিবার, সিরাম ইনস্টিটিউটের কর্ণধার সাইপ্রাস পুণাওয়ালার মতো ব্যবসায়ীরা।

Share this Photo Gallery
click me!
Recommended Photos