অনেকেই বিভিন্ন কারণে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন (VPN) পরিষেবা ব্যবহার করে থাকে। কিছু কিছু ভিপিএন পরিষেবা সামান্য অর্থের বিনিময়ে কিনতে পারা যায়, আবার কিছু আছে যা বিনামূল্যে ব্যবহার করা যায়। কী হয় এই পরিষেবায়? ইন্টারনেটে বেনামী হয়ে যাওয়া যায়। অর্থাৎ ইন্টারনেট ব্যবহারকারী কোথায় আছেন, কী তার আইপি পরিচয় - কিছুই জানা যাবে না। নিষিদ্ধ ওয়েবসাইটে ঘুরে বেরালেও কেউ ধরতে পারবে না। এবার সেই দিন যেতে চলেছে। স্বরাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি ভারতে ভিপিএন পরিষেবা নিষিদ্ধ করার সুপারিশ করেছে বলে জানা গিয়েছে।