বর্তমানে, বেশ কয়েকটি দেশের সরকার ভিপিএন-এর ব্যবহার নিয়ন্ত্রিত বা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে। এর মধ্যে রয়েছে, বেলারুশ, চিন, ইরাক, ইরান, তুরস্ক, উগান্ডা, ভেনেজুয়েলা, উত্তর কোরিয়া, ওমান, রাশিয়া এবং আরব আমিরশাহির মতো কয়েকটি দেশ। আরও বেশ কয়েকটি দেশে ইন্টারনেট সেন্সরশিপ আইন রয়েছে, সেখানে অনুমোদনহীন ভিপিএন ব্যবহারের জন্য নাগরিক এবং ভিপিএন পরিষেবা প্রদানকারী - উভয়েরই জরিমানা হতে পারে।