বায়ু বাহিত করোনাভাইরাসে দ্বিতীয় ঢেউ থেকে বাঁচতে কী জাতীয় মাস্ক পরবেন, টিপস দিলেন বিশেষজ্ঞ চিকিৎসক

দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসের সংক্রামণ। রবিবার স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য দেখা যাচ্ছে দৈনিক আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৪৭ হাজারের বেশি। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৫০১ জনের। আন্তর্জাতিক মেডিক্যাল জার্নাল দ্যা ল্যানসেটের প্রকাশিত রিসার্চ পেপারের বলা হয়েছে করোনাভাইরা একটি বায়ু বাহিত রোগ। এই রোগের কনা বাতাসে থাকতে পারে। এই গবেষণা পত্র সামনে আসার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কোন মাস্ক সবথেকে বেশি উপকারী। 
 

Asianet News Bangla | Published : Apr 18, 2021 10:58 AM IST

18
বায়ু বাহিত করোনাভাইরাসে দ্বিতীয় ঢেউ থেকে বাঁচতে কী জাতীয় মাস্ক পরবেন, টিপস দিলেন বিশেষজ্ঞ চিকিৎসক

 পুরনো ধারনা নস্যাৎ করে ল্যানসেট জার্নালে প্রকাশিত গবেষণা পত্রে বলা হয়েছে করোনাভাইরাস বায়ু বাহিত রোগ। এই কনা বাতাসে থাকতে পারে। তাই মনে করা হচ্ছে করোনাভাইরাসের সংক্রমণ রুখতে স্যানিটাইজার খুব একটা গুরুত্বপূর্ণ নয়। যতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মাস্কের। 
 

28

 কোন মাস্ক গুরুত্বপূর্ণ তাই নিয়ে উঠেছে প্রশ্ন। বিশেষজ্ঞ চিকিৎসকদের কথায় করোনাভাইরাসের মরামারি বায়ু বাহিত মানে এই নয় যে বাইরের সর্বদা দূষিত হবে। এই অর্থ হল ভাইরাসটি বাতাসেও দীর্ঘক্ষণ থাকতে পারে। পার্ক বা সমুদ্র তীরে এখনও অনেক মানুষ মাস্কের ব্যবহার করেন না। এবার থেকে সংশ্লিষ্ট স্থানগুলিতে গেলে মাস্কের ব্যবহার আবশ্যিক বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা। 
 

38

একই সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকদের কথায় করোনাভাইরাসের সংক্রমণ রুখতে ভিড় এড়িয়ে চলতে হবে। মানতে হবে নিরাপদ শারীরিক দূরত্ব। নূন্যতম ৬ ফুট দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। 

48

 বিশেষজ্ঞ চিকিৎসকদের কথায় ল্যানসেট স্টাডির কোনও উদ্বেগ নেই। তবে মাস্কের ব্যবহার আবশ্যিক করার উপরেও জোর দিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসক ফাইন উইসুফ টুইট করে তাঁর অনুগামীদের সাধারণ  কাপড়ের মাস্ক ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন। 
 

58

 সাধারণ কাপরের মাস্কের পরিবর্তে তিনি এন ৯৫ বা কেএন৯৫ মাস্কের ব্যবহার করার আর্জি জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় । 
 

68

চিকিৎসক বলেছেন দুটি এন৯৫ বা কেএন৯৫ মাস্ক কিনে নিন। আজ একটি ব্যবহার করুন। আর আগামিকাল অন্যটি ব্যবহার করতে বলেছেন। এই নিত্যদিন মাস্ক পরিষ্কার করতে বলেছেন। এইভাবে  সপ্তাহখানের মাস্কগুলি ব্যবহারের উপযোগী থাকে। সাধারণ কাপড়ের মাস্কের থেকে এটি অনেক বেশি উপকারী। 

78

 এন৯৫ বা কেএন৯৫ মাস্কগুলি ৯৫ শতাংশ অ্যারোসোল পার্টিকুলেটস ফিল্টার করতে সক্ষম। এজাতীয় মাস্কগুলি করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সেরা হাতিয়ার বলেও তিনি জানিয়েছেন। 
 

88

 এন৯৫ বা কেএন৯৫ মাস্কগুলি ৯৫ শতাংশ অ্যারোসোল পার্টিকুলেটস ফিল্টার করতে সক্ষম। এজাতীয় মাস্কগুলি করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সেরা হাতিয়ার বলেও তিনি জানিয়েছেন। 
 

Share this Photo Gallery
click me!
Recommended Photos