দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসের সংক্রামণ। রবিবার স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য দেখা যাচ্ছে দৈনিক আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৪৭ হাজারের বেশি। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৫০১ জনের। আন্তর্জাতিক মেডিক্যাল জার্নাল দ্যা ল্যানসেটের প্রকাশিত রিসার্চ পেপারের বলা হয়েছে করোনাভাইরা একটি বায়ু বাহিত রোগ। এই রোগের কনা বাতাসে থাকতে পারে। এই গবেষণা পত্র সামনে আসার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কোন মাস্ক সবথেকে বেশি উপকারী।