করোনাভাইরাসের প্রজননকে বাধা দিতে পারে একটি বিশেষ প্রজাতির সাপ। তেমনই দাবি করছেন ব্রাজিলের বিজ্ঞানীরা।তাঁরা বলেছেন ব্রাজিলা পাওয়া ভাইপাস সাপের বিষের একটি অনু বানরের কোষে প্রবেশ করিয়েছিলেন। তাতেই তাঁরা দেখেছেন সেই অনু করোনার ভাইরাসের প্রজননকে বাধা দিতে সক্ষম হচ্ছে। তবে এই বিষেয় আরও গবেষণার প্রয়োজন রয়েছে বলেও জানিয়েছেন ব্রাজিলের বিজ্ঞানীরা।