চিনের কথায় আর কাজে কখনই মিল নেই। ঠিক যেমন লাদাখের গালওয়ান উপত্যকায় সেনা প্রত্যাহারের কথা দিয়েও আগ্রাসন চালিয়ে যাচ্ছিল তারা। তেমনই, এই বছরের শুরুতে, করোনাভাইরাস সংক্রমণ নিয়ে বিশ্বব্যাপী চাপের মুখে, কুকুর ও বিড়ালের মাংসের ব্যবসা নিষিদ্ধ ঘোষণা করেছিল চিন। তার আগেই শেনজেন এবং ঝুহাই নামে চিনের দুটি শহরে কুকুর এবং বিড়ালের মাংস ভক্ষণ ও বিক্রি নিষিদ্ধ করেছিল। কিন্তু তারপরও বন্ধ হল না মধ্যযুগীয় বর্বরতার 'ইউলিন ডগ মিট ফেস্টিভাল'।