নিষেধ মুখেই, করোনার পরও চিনে সাড়ম্বরে চলছে মধ্যযুগীয় বর্বর কুকুর-মাংসের উৎসব, দেখুন

চিনের কথায় আর কাজে কখনই মিল নেই। ঠিক যেমন লাদাখের গালওয়ান উপত্যকায় সেনা প্রত্যাহারের কথা দিয়েও আগ্রাসন চালিয়ে যাচ্ছিল তারা। তেমনই, এই বছরের শুরুতে, করোনাভাইরাস সংক্রমণ নিয়ে বিশ্বব্যাপী চাপের মুখে, কুকুর ও বিড়ালের মাংসের ব্যবসা নিষিদ্ধ ঘোষণা করেছিল চিন। তার আগেই শেনজেন এবং ঝুহাই নামে চিনের দুটি শহরে কুকুর এবং বিড়ালের মাংস ভক্ষণ ও বিক্রি নিষিদ্ধ করেছিল। কিন্তু তারপরও বন্ধ হল না মধ্যযুগীয় বর্বরতার 'ইউলিন ডগ মিট ফেস্টিভাল'।

 

amartya lahiri | Published : Jun 23, 2020 2:41 PM / Updated: Aug 18 2020, 04:35 PM IST
121
নিষেধ মুখেই, করোনার পরও চিনে সাড়ম্বরে চলছে মধ্যযুগীয় বর্বর কুকুর-মাংসের উৎসব, দেখুন

সারা পৃথিবীতেই কুকুরকে বলা হয় মানুষের খুব কাছের বন্ধু। ব্যতিক্রম চিন। সেখানেও বহু মানুষ কুকুরকে পোষ্য হিসাবে দেখলেও, চিনের অনেক অংশেই এতদিন কুকুর ও বিড়ালকে গরু-ছাগল-মুরগির মতোই প্রাণীসম্পদ হিসাবে ধরা হত। অর্থাৎ, কুকুর-বিড়ালের মাংস বাণিজ্যযোগ্য ছিল। খাওয়া হত সেই মাংস। ভারতের নাগাল্যান্ডেও এই প্রথা একসময় ছিল, কয়েক বছর আগে বন্ধ করে দেওয়া হয়েছে।

 

221

উহানের ওয়েট মার্কেট থেকে করোনাভাইরাস সংক্রমণ সারা পৃথিবীতে মহামারি রূপে ছড়িয়ে পড়ার পর, এই বছর এপ্রিল মাসের শুরুতে চিন জানিয়েছিল, 'মানব সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে কুকুর মানুষের বিশেষ সহযোগী প্রাণী হয়ে উঠেছে। আন্তর্জাতিকভাবে কুকুরকে লাইভস্টক হিসাবে গন্য করা হয় না। চিনেও প্রাণিসম্পদ হিসাবে নিয়ন্ত্রিত ব্যবহার ছিল। কিন্ত, এখন থেকে তা পুরোপুরি নিষিদ্ধ করা হল।'

 

321

সেই ঘোষণার পর পশু অধিকার রক্ষাকর্মীরা আশা করেছিলেন, এই বছর থেকে বন্ধ হয়ে যাবে ইউলিনের কুখ্যাত কুকুরের মাংসের উৎসব। কিন্তু, কার্যক্ষেত্রে তা হল না।

 

421

উৎসব শুরুর দিন কয়েক আগে থেকেই ভারতে যেভাবে মুরগি নিয়ে যাওয়া হয় কাটার জন্য সেইরকম কুৎসিতভাবে কুকুরদের নিয়ে যাওয়ার ছবি দেখা গিয়েছে।  

 

521

দীর্ঘ কয়েক বছর ধরে পশু অধিকার রক্ষা কর্মীরা, এই উত্সবটি বন্ধ করার চেষ্টা চালাচ্ছেন। উত্তরায়ণ অর্থাৎ ২০ জুন থেকে চিনের ইউলিন-এ এই কুকুর মাংসের উৎসবের শুরু হয়। দশ দিন ধরে চলে এই উৎসব।  

 

621

এই বছর অবশ্য উৎসবের আগে অনেক জায়গা থেকেই খাঁচায় বন্দি করে রাখা কুকুরদের উদ্ধার করেছেন চিনের পশু অধিকার রক্ষা কর্মীরা। অনলাইনে এই উৎসব বন্ধের দাবিতে সাক্ষর সংগ্রহও হয়েছে।

 

721

তারপরেও থামেনি বর্বরতা। অন্তত হাজার দশেক কুকুরকে এই ১০ দিনে নৃশংসভাবে হত্যা করা হয় বলে শোনা যায়।

 

821

কখনও জীবন্ত কুকুরকে সিদ্ধকরে ছাল ছাড়িয়ে কেটে কেটে বিক্রি করা হয়।

 

921

কোথাও জীবন্ত অবস্থায় ঝলসে বিক্রি করা হয়  কুকুরের মাংস।

 

1021

১০ দিন ধরে রক্তে ভেসে যায় ইউলিনের রাস্তাঘাট।

 

1121

ইউলিন কিন্তু কোনও প্রত্যন্ত গ্রাম নয়। একেবারে আধুনিক ঝাঁ চকচকে শহর। সেখানেই উৎসবের নামে চলে এই মধ্যযুগীয় নৃশংসতা।

 

1221

শহরের নামি-দামি রেস্তোরাঁ-ও সামিল হয় বর্বরতায়।

 

1321

রাস্তার অস্থায়ী দোকানেও বিক্রি করা হয় কুকুরের মাংস।

 

1421

উৎসবের মূল প্যাভিলিয়নে নিজের নিজের কুকুরের মাংস সাজিয়ে বসেন বিক্রেতারা। ভিড় করে কিনতে আসেন সাধারণ মানুষ।

 

1521

রোস্ট অর্থাৎ ঝলসানো কুকুরের মাংস কেনার সুযোগ আছে।

 

1621

চাইলে গোটা একটা কুকুর সিদ্ধ করিয়েও নিতে পারেন।

 

1721

আবার একেবারে রান্না করা কারি অবস্থাতেও পাওয়া যায়।

 

1821

ভারতে অনেকে যেমন জ্যান্ত মুরগি বেছে নিয়ে কাটতে দেন, তেমন জ্যান্ত কুকুর ছানা বেছে নিয়ে কাটিয়ে নেওয়ায়ও যায়।

 

1921

চিন সরকারের ঘোষণার পর এই বছর এই বর্বরতায় সমাপ্তি ঘটবে বলে ভেবেছিলেন অনেকেই। কিন্তু ইউলিনের ছবিটা বদলায়নি।

 

2021

শুধু কুকুর নয়, এই শহরে বিড়ালের মাংসের উৎসব-ও রয়েছে।

 

2121

প্রাণী কল্যাণ গোষ্ঠীগুলি তারপরও আশাবাদী, এই বছর আটকানো না গেলেও চিনের নয়া আইনের ফলে আগামী বছরই ইউলিনে এই কুকুর-বিড়ালের মাংসের উত্সবের অবসান ঘটবে। তাছাড়া সেই দেশেও কুকুর-বিড়াল প্রেমীর সংখ্যা কম নয়। উত্সবের নামে বাজার এবং রেস্তোঁরাগুলিতে বিপুল পরিমাণে কুকুরের মাংস মজুত করার ফলে জনস্বাস্থ্যেরও বড় ঝুঁকি তৈরি হয়। দেশে বিদেশের চাপেই শেষ হবে এই মধ্যযুগীয় প্রথা।

 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos