শুধু চিন নয়, জাপান, জার্মানি, যুক্তরাজ্য, কানাডা, মার্কিনযুক্তরাষ্ট্র - অনেক দেশই এখন ম্যাগলেভ রেলরথের নেটওয়ার্ক তৈরি করতে চাইছে। কিন্তু, এর উচ্চ ব্যয়ভার এবং বর্তমান রেল পরিকাঠামোর সঙ্গে অসঙ্গতি, এর দ্রুত বিকাশের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। তবে, চিন যখন এই পরিবহণ ব্যবস্থা তৈরি করেই ফেলল, বাকি দেশগুলিতেও এই ব্যবস্থা চালু হওয়া স্রেফ সময়ের অপেক্ষা, এমনটাই মনে করা হচ্ছে।