বিশ্বজুড়ে মহামারীর আকার ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের উৎপত্তিস্থল হিসাবে গত কয়েক মাস ধরে বারবার শিরোনামে উঠে এসেছে চিনের উহান শহর। কেউ বলছেন, উহানের মাছের বাজার থেকে ছড়িয়েছে ভাইরাস, কেউ বলছেন উহানের ভাইরোলজি ল্যাবরেটরি থেকে নাকি বেরিয়ে এসেছে করোনা ভাইরাস। তবে সব বিতর্ক পিছনে ফেলে উহান করোনা মুক্ত হয়েছে বলে জানা যাচ্ছিল। কিন্তু ঠিক এক মাস পর আবারো ফিরে এল সেই অভিশাপ। লকডাউন ওঠার ৩৭ দিন পর নতুন করে উহান শহরে করোনা আক্রান্তের সন্ধান মিলেছে।