সাধারণ সর্দি কাশি বাঁচাতে পারে করোনার হাত থেকে, দারুণ তথ্য গবেষণায়

করোনা ভাইরাসের (COVID-19) পরীক্ষা নিরীক্ষায় দারুণ তথ্য। গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানাচ্ছেন সর্দি কাশির সাধারণ ভাইরাস (Common Cold Antibodies) মেরে ফেলতে পারে করোনা ভাইরাসকে। সাধারণ সর্দি-কাশির জন্য দায়ী রাইনো ভাইরাস (Rhinovirus)। এই রাইনো ভাইরাস শরীরে বাসা বাঁধলে সর্দি, কাশি, হালকা জ্বরের মতো উপসর্গ দেখা দেয়। ফলে করোনা আর শরীরে সংক্রমণ ছড়ানোর জায়গা পায় না। 

Parna Sengupta | Published : Aug 10, 2021 2:06 PM IST
19
সাধারণ সর্দি কাশি বাঁচাতে পারে করোনার হাত থেকে, দারুণ তথ্য গবেষণায়
গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানাচ্ছেন সর্দি কাশির সাধারণ ভাইরাস মেরে ফেলতে পারে করোনা ভাইরাসকে। রাইনো ভাইরাস শরীরে বাসা বাঁধলে সর্দি, কাশি, হালকা জ্বরের মতো উপসর্গ দেখা দেয়।
29
সাধারণ সর্দি-জ্বরের ৪০ শতাংশ দায়ী থাকে রাইনো ভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির অসুখ ক্ষণস্থায়ী। অ্যান্টিজেন তথা ভাইরাস হোস্টের শরীরে বেঁচে থাকার লড়াই চালায়।
39
ইনফ্লুয়েঞ্জা বা সাধারণ সর্দি-জ্বরের ভাইরাসের বেশিরভাগই ‘লোন ওয়ারিওর’। অর্থাৎ, তারা একা যুদ্ধ করে এবং কারও সঙ্গে হোস্ট তথা মানব শরীরে সহাবস্থান করে না।
49
কোভিড-১৯ রোগ সৃষ্টিকারী ভাইরাস সার্স-কোভ-২-কে পরাস্ত করতে সক্ষম সাধারণ সর্দি-কাশির জন্য দায়ী রাইনো ভাইরাস। অর্থাৎ, কেউ সাধারণ জ্বর বা ইনফ্লুয়েঞ্জাতে আক্রান্ত হলে সেই ভাইরাস সংশ্লিষ্ট ব্যক্তিকে কোভিড-১৯ থেকে রেহাই দিতে পারে।
59
প্রফেসর পাবলো মুরসিয়া বলেন, রাইনো ভাইরাস মানব শ্বাসযন্ত্রের এপিথেলিয়াল কোষে অনাক্রম্যতা তথা প্রতিরোধ ক্ষমতা তৈরি করছে। আর সেটাই সার্স-কোভ-২ ভাইরাসের বিভাজন রুখে দিচ্ছে। তবে, এর মানে এই নয় যে, সাধারণ ইনফ্লুয়েঞ্জা মহামারীতে ইতি টানতে পারে।
69

china corona

79
করোনা বা কোভিড (Covid 19) রোগ সৃষ্টিকারী ভাইরাস সার্স-কোভ-২ যেহেতু মানুষের শ্বাসযন্ত্রে হানা দেয়, তাই গবেষকরা পরীক্ষার জন্য শ্বাসযন্ত্রের একটি প্রতিকৃতি ব্যবহার করেন। এবং সেখানে তাঁরা রাইনো এবং সার্স-কোভ-২ ভাইরাসকে ছেড়ে দেন, যাতে ভাইরাস দু’টি মানব কোষকে সংক্রামিত করতে পারে।
89
গবেষণায় দেখা যায় একইসঙ্গে দু’টো ভাইরাসকে ছাড়ার জন্য অস্তিত্বের লড়াইয়ে করোনা ভাইরাসকে হারিয়ে দিয়েছে রাইনো ভাইরাস। শ্বাসযন্ত্র সংক্রামিত করতে পেরেছে শুধুমাত্র রাইনো ভাইরাস।
99
যখন রাইনো ভাইরাসকে ওই শ্বাসযন্ত্রে ২৪ ঘণ্টা আগে ছাড়া হয়েছে, তখন দেখা গিয়েছে, সার্স-কোভ-২ সংক্রমণ ঘটানোর কোনও সুযোগই পায়নি। এমনকী যখন এর উল্টোটা করা হয়েছে, তখনও পরে ঢোকা রাইনো ভাইরাস সার্স-কোভ-২-কে মানব কোষ থেকে বের করে দিয়েছে।
Share this Photo Gallery
click me!

Latest Videos