করোনার সঙ্গে মোকাবিলা করার জন্য ভ্যাকসিন আবিষ্কার করতে গোটা বিশ্বের বিজ্ঞানীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর মধ্যেই শোনা যাচ্ছে আশার কথা। কোনও কোনও ভ্যাকসিন আবিষ্কারের পথে অনেকটা সাফল্যও এসেছে। কিন্তু বিজ্ঞানীকার পুরোপুরি সফল হলেও ভ্যাকসিন বাজারে আসতে এখনও কয়েক মাস লাগবে। এই অবস্থায় দ্বিতীয় দফায় করোনা ভাইরাস ফিরে আসতে পারে বলে আগেই সতর্ক করেছিলেন বিশেষজ্ঞরা। সেই দ্বিতীয় ওয়েভ ইতিমধ্যে শুরুও হয়ে গিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে তার প্রভাবও পড়তে শুরু করেছে। যার জেরে সাময়িক স্বস্তির পরে ফের করোনা নিয়ে কড়াকড়ি শুরু হয়েছে নানা দেশে। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে দ্বিতীয় দফায় আরও ভয়াবহ চেহারা নিতে পারে করোনা।