অবশেষে বিশ্ববাসীর জন্য সুখবর, করোনার ভ্যাকসিনের জন্য অপেক্ষার অবসান। এবার সাধারণ মানুষের একাবের হাতের নাগালে চলে এল রাশিয়ার তৈরি করোনার ভ্যাকসিন স্পুটনিক ভি। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই স্পুটনিক ভির প্রথম ব্যাজ সাধারণ নাগরিকের জন্য বাজারে আনা হয়েছে। আর কয়েকদিনের মধ্যেই এলাকাভিত্তিক ডেলিভারিও শুরু হয়ে যাবে। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রক আশাবাদী যে, দ্রুত এই ভ্যাকসিন দেশের সমস্ক নাগরিকের কাছে পৌঁছে দেওয়া যাবে।