সার্ধশতবর্ষে মহাত্মা গান্ধী দেখে নিন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তাঁর বিখ্যাত ২০টি মূর্তি
বুধবার জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মদিবস। ভারতের স্বাধীনতা সংগ্রামে তাঁর ভূমিকার কথা নতুন করে আর বলার কিছু নেই। কিন্তু শুধু ভারতবাসী নয়, মহাত্মা গান্ধীর অহিংসার দর্শন সারা পৃথিবীর মানুষকে প্রভাবিত করেছে। সম্ভবত তিনিই বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নেতা। আর পৃথিবীর সব মহাদেশেই বিভিন্ন দেশে তাঁর নামে রাস্তা রয়েছে। বিশ্বজুড়ে ছড়িয়ে আছে তাঁর মূর্তিও। ১৫০ তম জন্মদিবসে দেখে নেওযা যাক সেই সব মূর্তির সেরা ২০টি।
amartya lahiri | Published : Oct 2, 2019 2:31 PM / Updated: Oct 02 2019, 04:23 PM IST
চেন্নাই - মহাত্মা গান্ধীর সবচেয়ে বিখ্যাত মূর্তিটি রয়েছে চেন্নাই শহরের মেরিনা বিচে। এই মূর্তিটি গড়া হয়েছিল গান্ধীর ডান্ডি অভিযান-এর আদলে। ১৯৫৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এই মবর্তিটি উন্মোচন করেছিলেন।
জোহানেসবার্গ - দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে যুবক বয়সে যে বাড়িটিতে আইন ব্যবসা করতেন গান্ধী, সেই বাড়িুটির সামনেই তাঁর সেই য়ুব বয়সের একটি বিরল মূর্তি রয়েছে। এলাকাটির নামও গান্ধী স্কোয়ার।
বেজিং - মাও-এর সঙ্গে গান্ধীর দর্শনের আকাশ পাতাল তফাৎ। কিন্তু কমিউনিস্ট দেশ চিনের চাওইয়াং পার্কে ২০০৫ সালে সেই দেশের বিখ্যাত ভাস্কর ইউয়ান শিকুনের তৈরি এই গান্ধী মূর্তিটি প্রতিষ্ঠা করা হয়েছে।
সবরমতি আশ্রম - গুজরাতের সবরমতিতে গান্ধী নিজে হাতে এই আশ্রম গড়েছিলেন। সেখানেই রয়েছে বসে থাকা গান্ধীর এই মূর্তিটি।