থাইপুসাম গোটা দক্ষিণ ভারত, মরিশাস, দক্ষিণ আফ্রিকা, সিঙ্গাপুর এবং শ্রীলঙ্কায় পালিত হয়। তবে, মালয়েশিয়ার বাটু গুহা এবং পেনাংয়ের জর্জ টাউনের আরুলমিগু বালাথান্ডায়ুথাপানি কোভিলে সবথেকে বড় উৎসব হয় দেখা যায়। দক্ষিণ ভারতীয় প্রবাসীরা বহু সংখ্যায় জমায়েত করেন এই দুই জায়গায়। .