ওলিকে নিয়ে 'প্রচন্ড'র সমস্যা
সম্প্রতি নেপালের কেপি শর্মা ওলি সরকার ভারতের নির্মাণ করা একটি ৮০ কিলোমিটার দীর্ঘ রাস্তা ঘিরে বিতর্ক তৈরি করেছে। শুধু তাই নয়, সম্প্রতি ভারতের সঙ্গে বিবাদে থাকা তিনটি এলাকা যুক্ত করে নেপাল একটি নতুন রাজনৈতিক মানচিত্র প্রকাশ করেছে। যা নিয়ে নজিরবিহীনভাবে ভারতের সঙ্গে বিরোধ বেধেছে নেপালের। শুধু তাই নয়, সীমান্ত এলাকার বিভিন্ন প্রকল্পের কাজেও ভারতীয় কর্তৃপক্ষকে বাধা দিচ্ছে ওলি সরকার। এতে করে একদিকে যেমন দীর্ঘদিনের বন্ধু দেশ ভারতের সঙ্গে নেপালের সম্পর্ক খারাপ হচ্ছে, তেমন ওলির এইসব পদক্ষেপের পিছনে, নেপালি জাতীয়তাবাদ উসকে দল এবং সরকারে নিজের ব্যক্তিগত অবস্থান সুদৃঢ় করার পরিকল্পনা রয়েছে বলে মনে করছে তার বিরোধী পক্ষ।