প্রধানমন্ত্রী পদে কে পি শর্মা ওলি-র থাকা না থাকার প্রশ্নে দুই ভাগে বিভক্ত হওয়ার মুখে নেপালের কমিউনিস্ট পার্টি। নেপালের প্রবাদপ্রতীম কমিউনিস্ট নেতা পুষ্পকমল দহাল বা 'প্রচন্ড' প্রদানমন্ত্রীর কর্মকাণ্ডে বিরক্ত। তাঁর মতে ওলি-র প্রধানমন্ত্রী পদে থাকাটা নেপালের স্বার্থের জন্য ক্ষতিকর। মঙ্গলবার দুই ঘন্টা বৈঠকের পরও দুই নেতার মধ্যে মিটমাট হয়নি। ঠিক হয়েছিল বুধবার পার্টির স্থায়ী কমিটির বৈঠক হবে। কিন্তু শেষ মুহুর্তে ৪৪ সদস্যের এই কমিটির বৈঠক পিছিয়ে দেন ওলি। জানা গিয়েছে প্রায় ৩০ জনই তাঁর পদত্যাগ চান। এর মধ্যে নেপালের উপর খবরদারি শুরু করেছে চিন। আন্তর্জাতিক নিয়মের তোয়াক্কা না করে ব্যান্ডেড লাগানোর কাজে লাগানো হচ্ছে চিনা দূতাবাসকে!