নতুন করো ভয় ধরালো করোনা। বিশ্বজুড়ে এখন করোনাভাইরাসের বিভিন্ন ভ্যাকসিন পরীক্ষার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বিতর্ক থাকলেও ইতিমধ্য়েই নথিবদ্ধ হয়েছে রাশিয়ার টিকা। এই অবস্থায় মনে করা হচ্ছিল, অনেকদিন তো হল, আর কয়েকটা মাস পরেই হয়তো স্বাভাবিক জীবনে ফেরা যাবে। কিন্তু, সম্প্রতি মালয়েশিয়ার গবেষকরা একটি সম্পূর্ণ নতুন করোনাভাইরাসের স্ট্রেইন-এর সন্ধান পাওয়া গিয়েছে বলে দাবি করেছেন। ডি৬১৪জি (D614G) নামে পরিচিত করোনার এই রূপাভেদটি, সাধারণ করোনার জীবানুগুলির তুলনায় অন্তত ১০ গুণ বেশি সংক্রামক বলে দাবি করেছেন মালয়েশিয় বিজ্ঞানীরা।