মহামারি করোনা দাপটে দিশেহারা গোটা বিশ্ব। এর মধ্যেই ঘনিয়ে আসছে আরও বড় বিপদ। এমন আশঙ্কার কথাই শোনাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। গ্রিনল্যান্ড ও আন্টার্কটিকার বরফ অত্যন্ত দ্রুত হারে গলছে। তাই আগামীদিনে পৃথিবীর জন্য ভয়ঙ্কর বিপদ আসছে, এমনটাই জানাচ্ছে নাসা। এরকম ভাবে চলতে থাকলে ২১০০ সালের মধ্যেই সমুদ্রের জলস্তর উঠে আসতে পারে ৩৮ সেন্টিমিটার বা ১.২৫ ফুট। এর আগেও ‘ইন্টার-গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ ২০১৯’-এর স্পেশ্যাল রিপোর্টেও একই রকম দাবি করা হয়েছিল।