বাস্তব জগতে প্রতিযোগিতার চাপ যত বাড়ছে, ততই গত কয়েক বছর ধরে গোটা বিশ্বেই এই ধরণে কসপ্লে ইভেন্টের জনপ্রিয়তা বাড়ছে। বিভিন্ন ফ্যান কনভেনশনে তো বটেই, বর্তমানে ওটাকু যাত্রার মতো বিশ্বজুড়ে শুধুমাত্র কসপ্লে ইভেন্টই হয় অনেকগুলি। সায়েন্স ফিকশন, ফ্যান্টাসি, হরর, ফিল্ম, টেলিভিশন, অ্যানিম, মাঙ্গা, কমিক্স, ভিডিও গেম, অ্যানিমেশন, খেলনা, ওয়েবকমিক্স - পপ সংস্কৃতি সব ক্ষেত্রের মানুষেরই কসপ্লেতে আগ্রহ রয়েছে।