আফগানিস্তানের প্রথম মহিলা পাইলট হিসেবে তার জীবনের কাহিনি েকটি বইয়ে লিপিবদ্ধ করেছেন নিলোফার রাহমানী। সেই বই অনুযায়ী, তার জন্ম হয়েছিল ১৯৯১ সালে, কাবুলে। কিন্তু, কয়েক মাস পরই গৃহযুদ্ধের হাত থেকে বাঁচতে কাবুল ছেড়ে পাকিস্তানের এক আফগান শরণার্থী শিবিরে পালিয়ে গিয়েছিল। তিন বছর পর, তারা করাচির এক অ্যাপার্টমেন্টে চলে গিয়েছিল। তবে কয়েক বছর উদ্বাস্তু হিসেবে বাস করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলেন তারা। সকলে আফগানিস্তানে ফিরে আসেন।