পঞ্জশির উপত্যকা এখন কাদের দখলে? ব্যাপক সংঘর্ষের মধ্যে এই নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তালিবান এবং পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম বলছে পঞ্জশির বিজয়ের ফলে পুরো আফগানিস্তান এখন তালিবানি শাসনে। প্রতিরোধ বাহিনীর নেতারা অবশ্য এই দাবি উড়িয়ে দিচ্ছেন। গত দুই সপ্তাহ ধরে তালিবান এবং পঞ্জশিরের প্রতিরোধ বাহিনীর মধ্যে বিক্ষিপ্তভাবে সংঘর্ষ চলছিল। তারসঙ্গে দুইপক্ষে একটা শান্তিপূর্ণ নিষ্পত্তির জন্য আলোচনাও চলছিল। তবে, গত চার দিন ধরে তালিবান এবং প্রতিরোধ বাহিনীর মধ্যে অবিরাম সংঘর্ষ চলছে।