রাশিয়ার করোনাভাইরাসের প্রতিষেধক স্পুটনিক নিয়ে ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করতে শুরু করেছেন বিজ্ঞানী ও বিশেষজ্ঞ চিকিৎসকরা। তাঁদের দাবি মাত্র ১০ শতাংশ ক্লিনিক্যাল ট্রায়াল সফল হয়েছে। প্রতিষেধকটি নিয়ে আরও পরীক্ষার প্রয়োজন ছিল বলেও দাবি করেছেন তাঁরা। কিন্তু সেই সব আশঙ্কাকে উড়িয়ে দিয়ে রাশিয়া জানিয়েছে তাদের তৈরি প্রতিষেধকের প্রথম ব্যাচটি আগামী ২ সপ্তাহের মধ্য়ে চিকিৎসার জন্য প্রস্তুত থাকবে। বিশেষজ্ঞরা সুরক্ষা নিয়ে যে উদ্বেগ প্রকাশ করেছেন তাও ভিত্তিহীন বলে জানান হয়েছে। একই সঙ্গে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রী জানিয়েছেন আগামী ডিসেম্বর ও জানুয়ারি মাসের মধ্যে তাঁরা ১ মিলিয়ন ডোস তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেছেন। একটি সূত্ব বলছে অক্টোবর থেকেই গণটিকার ব্যবস্থা করা হতে পারে রাশিয়া। অন্যদিকে আমেরিকা, ব্রিটেন ও কানাডা স্পষ্ট করেই জানিয়েছে রাশিয়ার প্রতিষেধকে তাদের আস্থা নেই।