এ যেন ডেভিড ও গোলায়থের যুদ্ধ। একদিকে প্রবল পরাক্রমী রাশিয়া (Russia)। তাদের সামনে ধারে ভারে সব দিক থেকে অনেক পিছনে থাকা ইউক্রেন (Ukraine)। কিন্তু, প্রায় তিন সপ্তাহ অতিক্রান্ত হতে চলল, এখনও যুদ্ধটা জিতে উঠতে পারেনি রাশিয়া। স্বভাবতই তাদের সামরিক সাফল্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বাধ্য হয়ে, সোমবারই রুশ সরকার এক বিবৃতি জারি করে বলেছে, তাদের অভিযান পরিকল্পনামাফিকই চলছে। তবে, পুতিন-ঘনিষ্ঠ এবং রুশ ন্যাশনাল গার্ডের প্রধান ভিক্টর জোলোটভ কিন্তু সাফ জানিয়ে দিয়েছেন, প্রত্যাশার থেকে ধীরে চলছে অভিযান। কীভাবে, সীমিত ক্ষমতা নিয়ে ভ্লাদিমির পুতিনের শক্তির মোকাবিলা করছে ইউক্রেনীয়রা? সমর বিশেষজ্ঞরা বলছেন, এই ক্ষেত্রে অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থা বড় ভূমিকা নিয়েছে। চলতু যুদ্ধে ব্যবহৃত সমরাস্ত্রগুলির তুলনা করলেই এই প্রশ্নের জবাব পাওয়া যাবে -