এক সর্বভারতীয় পত্রিকার প্রতিবেদন অনুসারে, ভারতীয় গোয়েন্দারা জানিয়েছেন তুরস্ক 'ভারতবিরোধী কার্যকলাপের নয়া কেন্দ্রস্থল' হয়ে উঠেছে। তুর্কি সরকারের হয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম, শিক্ষাপ্রতিষ্ঠান, অলাভজনক সংস্থা, এবং এনজিও-গুলি ভারতে তুরস্কের প্রভাব বাড়ানোর চেষ্টা করে চলেছে। আর এই কাজটা তারা করছে দুইভাবে - ভারতেও, ভারতের বাইরেও।