নাম প্রকাশ না করার শর্তে সংবাদ সংস্থা এএফপিকে পঞ্জশেরের এক বাসিন্দা বলেছেন, 'আমরা তালিবানদের পঞ্জশেরে প্রবেশ করতে দেব না। আমাদের সমস্ত শক্তি দিয়ে প্রতিরোধ করব, তাদের বিরুদ্ধে লড়াই করব।' পারস্য পঞ্জশের শব্দের বাংলা করলে হয় পাঁচটি সিংহ। সিংহহৃদয় যোদ্ধাদের কাজে লাগিয়ে তালিবানদের কি উৎখাত করতে পারবেন সালে, সেটাই এখন দেখার।