গত রবিবার, ১৫ অগাস্ট প্রাক্তন আফগান রাষ্ট্রপতি আশরাফ ঘানি ইস্তফা দিয়ে দেশ ছাড়ার পর তাঁরও দেশত্যাগের গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু, বরাবরের যোদ্ধা এবং চরম তালিবান বিরোধী হিসাবে পরিচিত আফগানিস্তানের প্রাক্তন প্রথম ভাইস প্রেসিডেন্ট তথা প্রাক্তন গোয়েন্দা প্রধান, আমরুল্লা সালে কিন্তু দেশ ছাড়েননি। জানা গিয়েছে, তিনি বর্তমানে আফগানিস্তানের একমাত্র তালিবান-মুক্ত, পঞ্জসের প্রদেশে তালিবান বিরোধী শক্তিদের একত্রিত করছেন প্রতিঘাতের জন্য। সেখান থেকে তিনি নিজেকে দেশের কেয়ারটেকার প্রেসিডেন্ট বা তত্ত্বাবধায়ক রাষ্ট্রপতি বলেও ঘোষণা করেছেন। কে এই সালে, আসুন চিনে নেওয়া যাক -