আগে, তিব্বতের প্রায় প্রতিটি বাড়িতে, মন্দিরে, গুম্ফায়, প্রতিষ্ঠানে দলাই লামার ছবি দেখা যেত, এখন তাঁর বদলে রয়েছে শি জিনপিং অথবা কমিউনিস্ট পার্টির অন্য কোনও নেতার ছবি। অবশ্য বেজিং-এর চোখে বিচ্ছিন্নতাবাদী নেতা দলাই লামার ছবি চিনে এখন কঠোরভাবে নিষিদ্ধ। স্কুল-কলেজের শ্রেণিকক্ষ, রাস্তাঘাট, ধর্মীয় প্রতিষ্ঠান, বসতবাড়ি, এমনকী বৌদ্ধ সন্ন্যাসীদের শয়নকক্ষেও রয়েছে শি জিনপিং-এর প্রতিকৃতি।