এই সুপার হট অ্যান্ড সেক্সি অভিনেত্রীর প্রেমেই 'ক্লিন বোল্ড' পৃথ্বি শ, দেখুন ছবি

জাতীয় দল থেকে বাদ পড়লেও, ঘরোয়া ক্রিকেটে অনবদ্য পারফর্ম করে আরও একবার ভারতীয় দলের প্রবেশের দাবি জোরদার করেছেন পৃথ্বি শ। ঘরোয়া ক্রিকেটে ৮০০-র উপর রান করারর পর আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছেন পৃথ্বি। তবে ক্রিকেটারের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন নিয়েও সবসময় চর্চায় থাকেন পৃথ্বি শ। অভিনেত্রী প্রাচী সিংয়ের সঙ্গে তার প্রেমের কথা শোনা যায়। চিনে নিন কে এই প্রাচী সিং।
 

Sudip Paul | Published : Apr 20, 2021 11:17 AM IST
113
এই সুপার হট অ্যান্ড সেক্সি অভিনেত্রীর প্রেমেই 'ক্লিন বোল্ড' পৃথ্বি শ, দেখুন ছবি

আইপিএল মানেই ক্রিকেট আর বিনোদনের ককটেল। ক্রিকেট তারকাদের সঙ্গে বলি অভিনেত্রীদের সঙ্গে প্রেম ও বিয়ের সম্পর্কের কথা নতুন নয়। এবার হয়তো সেই তালিকায় নতুন সংযোজন হলেন পৃথ্বী শ ও প্রাচী সিং।
 

213

বর্তমানে দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলছেন পৃথ্বী শ। কিন্তু তার মাঝেও প্রেমের ফুরফুরে হাওয়া খুঁজে পেয়েছেন পৃথ্বী। 
 

313

অভিনেত্রী প্রাচী সিংয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে জোর জল্পনা চলছে নেট দুনিয়ায়।
 

413

পৃথ্বী ও প্রাচী সোশ্যাল মিডিয়া পোস্টে একাধিক কমেন্ট করছেন পৃথ্বী ও প্রাচী। চলছে ফ্লার্টও। 
 

513

কমেন্ট বক্সেই তাদের একাধিক কমেন্ট যে অন্য ইঙ্গিত দিচ্ছে তা পরিষ্কার নেটাগরিকদের কাছে।
 

613

দীর্ঘক্ষণ চ্যাটেও কথা বলছেন প্রাচী সিং ও পৃথ্বী শ। গত আইপিএলের সময় প্রাচী সিং তো সরাসরি পোস্টে লিখেছেন পৃথ্বী শ-র হাসি মিস করছেন তিনি। 

713

বলিউডের হিন্দি মেগা সিরিয়ালে অভিনয় করেন প্রাচী সিং। হিন্দি সিনেমাতেও কাজ করার কথা চলছে তার। 
 

813

অভিনয়কেই নিজের কেরিয়ার বানাতে চান প্রাচী। মেগা সিরিয়ালের পাশাপাশি খু শীঘ্রই সিনেমাতেও কাজ করতে চলেছেন তিনি।
 

913
অভিনয় জগতে খুব অল্প সময়েই নাম করেছেন প্রাচী। এর পাশাপাশি মডেলিং জগতেও বেশ নাম রয়েছে প্রাচী সিংয়ের।
1013

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় প্রাচী। নিজের একাধিক বোল্ড ছবি ও ডান্সের ভিডিও শেয়ার করেন তিনি।

1113
তার ফলোয়ারের সংখ্যাও খুব একটা কম নয়। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ারের পরপরই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
1213
বর্তমানে পৃথ্বী শ ও প্রাচী সিংয়ের মধ্য়ে যে সম্পর্ক নিয়ে তোলপার নেট দুনিয়া। সকলেই কথা বলার পাশাপাশি শুভেচ্ছাও জানাচ্ছে তাদের।
1313

এখন সকলের অপেক্ষা ক্রিকেটার ও অভিনেত্রী কবে প্রকাশ্যে স্বীকার করেন তাদের সম্পর্কের কথা।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos