বর্তমানে আইপিএল খেলতে ব্যস্ত রয়েছেন হার্দিক পান্ডিয়া। দেশের মাটিতে আইপিএল হওয়ায় পরিবারের সঙ্গেই রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স তারকা। আজ আপনাদের সামনে তুলে ধরবে নতাসার বিয়ের আগের এমন কিছু হট অ্যান্ড সেক্সি বিকিন ফটো শুট যা দেখে বলাই চলে বিয়ের আগে পাগল হয়েছিল হার্দিক পান্ডিয়া। শুধু হার্দিকই এই ছবিগুলিতে নতাসা তার তার রূপের জাদুতে সন্মোহিত করবে আপনাকেও। নতাসার এইব ছবি আইপিএলের উত্তাপ আরও বাড়িয়ে দেবে বলাই যায়। একইসঙ্গে ঘাম ছুটছে নেটিজেনদের।