রাসেল ঝড়ের অপেক্ষায় কেকেআর , কিন্তু 'হট অ্যান্ড সেক্সি' ছবিতে আগুন ঝড়াচ্ছেন স্ত্রী জেসিম লোরা

২০২০ পর ২০২১, এবারের আইপিলএলেও সেই চেনা ছন্দে নেই কেকেআর তারকা আন্দ্রে রাসেল। দলের অন্যতম সেরা ম্য়াচ পিনিশার হলেও, ধার কমেছে রাসেলের মাসেল পাওয়ারে। রাসেলের ব্যাটে লাগাতার ঝড়ের অপেক্ষা করছে কেকেআর। কিন্তু সোশ্যাল মিডিয়ায় রাসেলের স্ত্রীর জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। এখনও তার আগুন ঝড়ানো হট অ্যান্ড সেক্সি ছবি একই ভাবেভাবে ঝড় তোলে। রাসেলও ব্যক্তিগত জীবনে খুবই রোমান্টিক। রাসেলের স্ত্রী জেসিম লোরা একজন জামাইকান মডেল।  চলুন জানা আন্দ্রে রাসেলের স্ত্রী জেসিম লোরা সম্পর্কে।

Sudip Paul | Published : Apr 26, 2021 10:16 AM IST / Updated: Apr 26 2021, 03:47 PM IST
116
রাসেল ঝড়ের অপেক্ষায় কেকেআর , কিন্তু 'হট অ্যান্ড সেক্সি' ছবিতে আগুন ঝড়াচ্ছেন স্ত্রী জেসিম লোরা

জেসিম লোরা জামাইকার একজন সুপারর হট মডেল। তার রূপ, সৌন্দর্য, হটনেস ঘায়েল করে সকলকেই।     ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম

216

জেসিম লোরার সঙ্গে প্রেম করে বিয়ে হয় ক্যারেবিয়ান তারকা আন্দ্রে রাসেলের। কাপল হিসেবেও দুজন খুবই রোমান্টিক।                              ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম

316

দুজনের একাধিক রোমান্টিক মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় বারবার ভাইরাল হয়েছে। যা পছন্দ করেছেন নেটিজেনরা।                          ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম

416

খেলার ব্যস্ততার মাঝেই সময় পেলেই স্ত্রীকে সময় দেন ক্যারেবিয়ান তারকা। দুজনের মধ্যে সম্পর্কের রসায়নও খুব ভাল।  ছবি সৌঃ ইনস্টাগ্রাম

516

আন্দ্রে রাসেল ও জেসিম লোরার সন্তানও রয়েছে। সন্তান ও স্ত্রীকে রেখেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলতে এসেছেন ক্যারেবিয়ান তারকা।

616

সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় রাসেলের স্ত্রী জেসিম লোরা। জামাইকার নামী মডেল হওয়ায় তার ফ্যান ও ফলোয়ার্সের সংখ্যা আকাশ ছোঁয়া।                       ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম

716

জেসিম লোরা নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় আপ করার সঙ্গে সঙ্গে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। লাইক ও কমেন্টের বন্য়া বয়ে যায়।                ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম

816

সোশ্যাল মিডিয়ায় নিজের একাধিক হট ছবি আপলোড করেন জেসিম লোরা। যা তার ফ্যান ও ফলোয়ার্সরা খুবই পছন্দ করেন।                            ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম

916

জেসিম লোরার লুকস ও হটনেস ঘায়েল করে নেট দুনিয়ার বাসিন্দাদের। তার ছবি অপেক্ষায় বসে থাকেন নেটিজেনরা।               ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম

1016

বিশেষ করে আন্দ্রে রাসেলের স্ত্রীর বিকিনি পড়া ছবি রীতিমত নেটিজেনদের কাছে হট কেকের মত কাজ করে। মুহূর্তে হয় ভাইরাল।               ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম

1116

সন্তানের মা হওয়ার পরও জেসিম লোরা যেভাবে নিজের লুকস, ফিগার ও হটনেসকে ধরে রেখেছেন তা অবাক করে সকলকে।                    ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম

1216

এর আগে কলকাতা নাইট রাইডার্সের খেলার সময় মাঠে দেখা গিয়েছে এই হট ডিভাকে। কেকেআরের জার্সি পরে সমর্থন করেছেন তার স্বামীর দলকে।         ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম

1316

স্ত্রী ও সন্তানকে ছেড়ে বর্তমানে আইপিএল খেলতে ভারতে ব্য়স্ত রয়েছেন আন্দ্রে রাসেল। কেকেআর দলের সেরা ম্য়াচ উইনার তিনি।                             ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম

1416

তবে এখনও পর্যন্ত আইপিএলে নিজের সেরা ফর্মে নেই ক্যারেবিয়ান তারকা। রাসেলের মাসেল পাওয়ার দেখতে না পাওয়ায় উঠছে প্রশ্ন।                                   ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম

1516

অনেকেই বলছেন রাসেল নিজের সুপার হট স্ত্রী জেসিম লোরাকে মিস করছেন। সেই কারণেই প্রভাব পড়েছে তার ব্যাটিংয়ে।.                          ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম

1616

জেসিম লোরাও তার স্বামীর ফর্মে ফেরার অপেক্ষা করছেন। তার জন্য করেছে শুভকামনাও। এই জুটিকে বেশ পছন্দও করেন নেটিজেনরা।                         ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম

Share this Photo Gallery
click me!

Latest Videos