ঘূর্ণিঝড় আমফান নিয়ে এখন তটস্থ রাজ্যবাসী। পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে ইতিমধ্যে প্রবল ঝোড়ো হাওয়া এবং অতি-ভারি বৃষ্টি হচ্ছে। উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। দিঘা থেকে শুরু করে মন্দারমানি, বকখালি-তে তীব্র জলোচ্ছাস দেখা দিয়েছে। সমুদ্র উত্তাল হওয়ায় ঢেউ-এর আকার ৫ ফিট পর্যন্ত পৌঁছেছে। উপকূল এলাকা থেকে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। সাইক্লোন সেন্টারগুলিতে সরানো হয়েছে অসংখ্য মানুষকে। যদিও, এরমধ্যে আরও আশঙ্কা উসকে দিয়েছে উইন্ডি ডট কম। তাদের দেখানো প্রোজেকশনে স্পষ্ট আমফান কলকাতার উপর দিয়ে বয়ে যাবে।