২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। এই দিনটিকে যোগ দিবস বা বিশ্ব যোগ দিবস বলা হয়। ভারতে বহু যুগ ধরে চলে আসছে শারীরিক, মানসিক, ও আধ্যাত্মিক অনুশীলনে এই প্রথা। ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রসংঘে ভাষণ দেওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২১ জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করার প্রস্তাব দিয়েছিলেন। সেই বছরই ১১ ডিসেম্বর রাষ্ট্রসংঘ রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদ ২১ জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করে। আর এবার চলতি বছরে চিঠি দিয়ে রাজ্যের উপাচার্যদের ২১ জুন রবিবার যোগ দিবস পালনের নির্দেশ দিলেন আচার্য তথা রাজ্যপাল জগদীপ ধনখড়।