জাতীয় শিক্ষানীতির বাস্তবায়ন হবে কীভাবে , এই বিযয়ে নিয়ে শিক্ষক, অধ্যক্ষদের কাছে চাওয়া হল মতামত। রাজ্যের শিক্ষা সচিবের কাছে চিঠি পাঠাল শিক্ষা দফতর। পাঠদানের পক্রিয়া এবং পাঠক্রমের ঘরানায় এসেছে পরিবর্তন।আগের শিক্ষাব্যবস্থার সঙ্গে ৩টি বছর যোগ দেওয়া হয়েছে। পাঠদানের পদ্ধতি, পাঠক্রমের ঘরানায় বড় পরিবর্তন এসেছে। কোনও কলা বিভাগের ছাত্র এখন রসায়ন পড়তে পারবে। যেমন আবার কোনও রসায়নের ছাত্র ফ্যাশন টেকনোলজিকেও নিজের বিষয় হিসাবে বেছে নিতে পারবে।