করোনা আবহে সংক্রমণ থেকে বাঁচতে অনেক চিকিৎসকই চেম্বারে বসছেন না। যদিও রোগীরাও চেম্বারে যেতে সাহস পাচ্ছেন না। সব মিলিয়ে সমস্যার সমধান মিলছে না। এবার থেকে সম্পূর্ণ বিনামূল্য়ে বাড়ি বসেই চিকিৎসকের পরামর্শ নেওয়া যাবে ই-চেম্বারে। সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছে কলকাতা পুরসভা।কলকাতা পুরসভা ও আইএমএ রাজ্য শাখার যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই পোর্টাল। এই পোর্টালের মাধ্যমে বিশ্বের যে কোনও প্রান্ত থেকে কলকাতা শহরের ৩৫ জন বিখ্যাত চিকিৎসকদের সঙ্গে সরাসরি ভার্চুয়াল চেম্বারে ভিজিট করতে পারবেন রোগীরা। করোনা পরিস্থিতিতে চিকিৎসক দেখাতে রোগীদের যাতে কোনও অসুবিধার মধ্যে পড়তে না হয় সেই কারণেই এই উদ্যোগ কলকাতা পুরসভার।