প্লাস্টিকের কাপ বা কাগজের কাপ সরিয়ে এবার থেকে মাটির ভাঁড়ে মিলবে চা কলকাতা বিমানবন্দরের ভিতরে। মাটি ছেড়ে আকাশে পথে পাড়ি দেওয়ায় আগে মাটি গন্ধের রেশই লেগে থাকবে এবার। বিমানের যাত্রীদের এবার মন ভরিয়ে তুলতে মাটির ভাঁড়ে মিলবে চা কলকাতা বিমানবন্দরের ভিতরে। কলকাতা বিমানবন্দর থেকে প্লাস্টিক মুক্ত বিমান বন্দর করে তুলতে মূলত এই পদক্ষেপ। তবে শুধুমাত্র মাটির ভাড় দিয়ে এই পদক্ষেপ থেমে থাকবে না। প্লাস্টিক সরানো হবে অন্যান্য খাদ্য দ্রব্য় থেকেও। এমনকি কলকাতা বিমানবন্দরে স্যান্ডউইচও মিলবে সম্পূর্ণ প্লাস্টিক রাপিং ছাড়া। দেশ তথা রাজ্য়ে প্লাস্টিক বজ্য নিয়ে দূষণ বেড়েই চলেছে। ইতিমধ্যেই প্লাস্টিক জাত দ্রব্য় নিষিদ্ধ করেছে অনেক দেশ। সেজন্য ২০১৮ সালে প্লাস্টিক জাত দ্রব্য বন্ধ করার জন্য ক্যাম্পেইন শুরু করেও সাফল্য আসেনি। তাই আবার নতুন করে ক্যাম্পেইন শুরু করেছে । এছাড়াও কাগজের ব্যাগ এবং বায়ো-ডিগ্রোয়েবল দ্রব্য ব্য়বহারের বিষয়ে যত্ন নিয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ।