এক খোলসে দুই ফল, এ কেমন লেবু

Published : Sep 03, 2020, 06:57 PM IST

বিপুলা এই পৃথিবীতে কতকিছুই না ঘটে! যা দেখলে চমকে যেতে হয়। তেমনই এক বিরল প্রাকৃতিক ঘটনার সাক্ষী থাকলেন উদ্ভিদবিদ্যা ও বনবিদ্যা বিভাগের এক ছাত্রী। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের ঘটনা।  

PREV
15
এক খোলসে দুই ফল, এ কেমন লেবু

গরম ভাতের সঙ্গে ঘি ও লেবু খাওয়ার চল আছে অনেক বাঙালি বাড়িতেই। করোনা আবহে এখন তো আবার কেউ কেউ পাতিলেবুর জলও খাচ্ছেন নিয়মিত।
 

25

ঘাটালের নাটুক গ্রামে থাকেন মিমোসা ঘোষ। মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা ও বনবিদ্যা বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী তিনি।
 

35

বাড়িতে লেবু কাটাতে গিয়ে হতবাক হয়ে যান মিমোসা। কেন? উদ্ভিদবিদ্যার ওই ছাত্রী দেখেন, যে লেবুটি কেটেছেন, সেই লেবুর মধ্যে রয়েছে আরও একটি আস্ত লেবু!     
 

45

এমনটাও কি সম্ভব! বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যার অধ্যাপক অমলকুমার মণ্ডলকে ফোনে ঘটনাটি জানান মিমোসা। সঙ্গে পাঠিয়ে দেন ছবিও।
 

55

লেবু রহস্যের পর্দাফাঁস করেন অমলবাবু। তিনি জানিয়েছেন, যেকোনও ফলের মধ্যে পলিএমব্রায়োনিক জাতের বীজ থাকে। এই বীজই অনেক সময় ফলের মধ্যে আরও একটি ফলের জন্ম দেয়। ওই ফল থেকে অবশ্য কোনও গাছ হয় না। তবে এমন ঘটনা বিরল। 
 

click me!

Recommended Stories