পশ্চিম মেদিনীপুরের জঙ্গলে ফের ঢুকল হাতির পাল। বৃহস্পতিবার ভোর রাতে দলমা থেকে প্রায় ৩০টি হাতির একটি দল মেদিনীপুর সদর ব্লকে ঢুকে যায়। হাতির পালে রয়েছে বেশ কয়েকচি হস্তিশাবক। গ্রামবাসীরা হাতি গুলিতে তাড়া করে জঙ্গলে ঢুকিয়ে। হাতির পাল ধান ক্ষেত্রের উপর দিয়ে যাওয়ার চাষে প্রচুর ক্ষতি হয়েছে। আগে থেকেই ওই এলাকায় হাতির পাল রয়েছে বলে বনদফতর সূত্রে খবর।