ভ্রমণ তালিকায় রাখছেন চেরাপুঞ্জি, কী কী দেখবেন, জেনে নিন এক নজরে

লকডাউনের পর সব জায়গাতে কমেছে কম বেশি হোটেলের ভাড়া। নেই উপচে পড়া ভিড়ও। পাশাপাশি কমেছে দূষণের মাত্রাও, তাই প্রাকৃতিক সৌন্দর্যতা যেন আরও বেড়ে দ্বিগুণ। এই সময় যদি চেরাপুঞ্জি পরিকল্পনা করে থাকেন, তবে নিঃসন্দেহে দেকে নিন এই কয়েকটি জায়গা। 

Jayita Chandra | Published : Mar 25, 2021 8:30 AM IST
19
ভ্রমণ তালিকায় রাখছেন চেরাপুঞ্জি, কী কী দেখবেন, জেনে নিন এক নজরে

শিলং থেকে এখানে আসার পথে ম্যাকডক ব্রিজের উপর থেকে দৃশ্য খুব সুন্দর। ম্যাকডক ব্রিজ পেরিয়ে রাস্তায় যেতে পাড়বে ডুয়ান্ সিং ফলস।মেন রাস্তা থেকে হেঁটে ১০ মিনিট গেলে  গেলে পাহাড়ের গায়ে এই সুন্দর ঝর্নাটি দেখতে পাবেন। 

29

চেরাপুঞ্জি থেকে ৪ কিমি আগে পড়বে ড্যানথ্লেন ঝর্না। বর্ষার সময় এই ফলসটি কাছ থেকে দেখার সুযোগ থাকে না জলের তোড়ের জন্য। 

39

কিন্তু বছরের অন্য সময় বিশেষত অক্টোবর মাসে খুব কাছ থেকে আপনি ঝর্নার প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে  পাড়বেন। ড্যানথ্লেন ফলস থেকে এগিয়ে গেলে পড়বে ওয়ে সাদং ফলস। 

49

স্বচ্ছ কাঁচের মতো জল ও ছোট্ট ঝর্নাটি একবার দেখে যেতে পারেন তবে রাস্তা একটু ঝুঁকিপূর্ণ সঙ্গে বয়স্ক কেউ থাকলে এই ফলস দেখার ঝুঁকি নেবেন সাবধানে।. 

59

এরপরে যান নোকালিখাই ফলস দেখতে, পৃথিবীর ৪ষ্ঠ উচ্চতম এই ঝর্নাটি খাসি পাহাড়ের উপর ১১৫০ ফুট উঁচুতে  অবস্থিত চেরাপুঞ্জির অন্যতম আকর্ষণ। চেরাপুঞ্জির ইকো পার্ক ঘুরে দেখুন। 

69

মসমাই কেভ ও ফলস দেখতে ভুলবেন না। মসমাই কেভ ও ফলস দেখে এগিয়ে যান সেভেন সিসটার ফলস দেখতে। পর পর সাতটি  ঝর্না পাহাড়ের গা বেয়ে নীচের দিকে পড়ছে। 

79

সবুজ পরিবেশে ঘেরা এই ফলস আপনাকে দেবে এক অভূতপূর্ব অনুভূতি। টেরনা গ্রাম থেকে এগিয়ে ৭কিমি রাস্তা  ট্রেক করে আপনাকে আসতে হবে ডাবাল ডেকার লিভিং রুট ব্রিজ। 

89

রবার গাছের ডাল একসঙ্গে জুড়ে ৩কিমি লম্বা ও ২৪০০ ফুট উঁচু এই ব্রিজটি তৈরি হয়েছে। এই ব্রিজের নীচে বয়ে গেছে উমসিয়াঙ নদী। 

99

ব্রিজে আসার আগে সঙ্গে জল ও শুকনো খাবার নিতে ভুলবেন না কারণ ট্রেকং এ সময় লাগবে প্রায় ৪ঘণ্টা।  চেরাপুঞ্জির মাউলিনং গ্রাম দেখতে ভুলবেন না। ২০০৫সালে এই গ্রামটি এশিয়ার সবথেকে পরিচ্ছন্ন গ্রামের তকমা পেয়েছে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos