নাগরহোল ন্যাশেনাল পার্ক (কর্ণাটক)
কর্ণাটকের মহীশূর জেলায় অবস্থিত এই ন্যাশেনাল পার্ক প্রকৃতিপ্রেমী এবং ফটোগ্রাফারদের জন্য অন্যতম পর্যটকস্থল। প্রায় ৬৪২.৩৯ বর্গকিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত এই পার্কে চিতা বাঘ এবং লেপার্ড-এর আধিক্য সব থেকে বেশি। বাঘ ছারাও এখানে হরিণ, সোনালী বানর, ভালুক, হাতি, বিভিন্ন প্রজাতির সাপ এবং পাখি দেখতে পাওয়া যায়। এই পার্কে পর্যটকদের জন্য জীপ এবং বাসে করে সাফারির ব্যবস্থা রয়েছে।