মৃত সাগর (Dead Sea) নামেই পরিচিত। অনেকে লবণ সাগর (Salt Sea) বলেন। জর্ডন ও ইসরাইয়েলের মধ্য অবস্থিয় দক্ষিণ-পশ্চির এশিয়ার বৃহত্তম লবণাক্ত হ্রদ। সমুদ্রপৃষ্ঠ ছিকে ৪৩০.৫ মিটার উঁচুতে রয়েছে এটি। অন্যান্য সমুদ্রের জলের তুলনা এটির জন ১০গুণ বেশি লবণাক্ত। এটি ছাড়াও বিশ্বে আরও ৬টি লবণ জলের হ্রদ রয়েছে। যেগুলি বারবার হাতছানি দেয় পর্যটকদের।