Travel: নামেই Dead Sea, ডুবতে পারেন না কেউ, বিশ্বের ৭ লবণ হ্রদের মনোরম দৃশ্য মন ভালো করে দেবে আপনারও

মৃত সাগর (Dead Sea) নামেই পরিচিত। অনেকে লবণ সাগর (Salt Sea) বলেন। জর্ডন ও ইসরাইয়েলের মধ্য অবস্থিয় দক্ষিণ-পশ্চির এশিয়ার বৃহত্তম লবণাক্ত হ্রদ। সমুদ্রপৃষ্ঠ ছিকে ৪৩০.৫ মিটার উঁচুতে রয়েছে এটি। অন্যান্য সমুদ্রের জলের তুলনা এটির জন ১০গুণ বেশি লবণাক্ত। এটি ছাড়াও বিশ্বে আরও ৬টি লবণ জলের হ্রদ রয়েছে। যেগুলি বারবার হাতছানি দেয় পর্যটকদের। 

Asianet News Bangla | Published : Sep 12, 2021 2:37 PM IST / Updated: Sep 14 2021, 02:21 PM IST
19
Travel: নামেই Dead Sea, ডুবতে পারেন না কেউ, বিশ্বের ৭ লবণ হ্রদের মনোরম দৃশ্য মন ভালো করে দেবে আপনারও

 মৃত সাগর,  জর্ডন ও ইসরাইয়েল
বিশ্বের প্রাচীনতম সাগরগুলির একটি হল মৃত সাগরে। বাইবেলে এর উল্লেখ রয়েছে। প্রাচীনকাল এথেকেই এই সাগরে প্রাণের কোনও উৎস পাওয়া যায়নি।বিজ্ঞানীরা জানিয়েছে জলে নুনের পরিমাণ বেশি হওয়ায় এখানে কোনও প্রাণী বাঁচতে পারে না। 
 

29

 মৃত সাগর,  জর্ডন ও ইসরাইয়েল 
জর্ডন আর ইসরায়েলের সীমান্তবর্তী স্থানে অবস্থিত এই মৃত সাগরে। মৃত সাগর নিয়ে ইসরায়েল আর প্যালেস্টাইনের মধ্যে বিবাদ রয়েছে। দুটি দেশই মৃত সাগরের দাবি ছাড়তে নারাজ। ট্রান্সজর্ডনানিয়ান মালভূমি আর জুড়িয়ার পাহারের মধ্যে রয়েছে। মৃত সাগরের চার পাশে রয়েছে জেরুজালেম, আরাদ আর তেল আবিব। তবে এই সাগরে নানা ধরণের প্রবাল দেখা যায়। ডেড সির বৈশিষ্ট  মানুষ চেষ্টা করলেই এখানে ডুবে যেতে পারে না। কারণ লবণ জলের অত্যান্ত ভারী হয়। 

39

 লেক আসাল, জিবুতি 
জেট ব্ল্যাক আগ্নেয়গিরি ও আকর্ষণীয় লাভা ক্ষেত্রর সঙ্গে জিবুতিতে আসাল হ্রদ রয়েছে। এই হ্রদের জল পান্না, ফিরোজা নীল রঙে পরিবর্তন হয়। দীর্ঘ দিন ধরেই এই হ্রদ স্থায়ী লবণ ব্যবসায়ীদের রুজিরুটির ব্যবস্থা করেছিল। বিজ্ঞানীদের কথায় এই হ্রদের জলে প্রচুর পরিমাণে খণিজ সম্পদ রয়েছে। যা স্বাস্থ্যের জন্য উপকারী। 

49

গ্রেট সল্ট লেক, উটাহা
মার্কিন যুক্তরাষ্ট্রের এই হ্রদে লবণের পরিমাণ অত্যান্ত বেশি। সাদা বালি আর নীল জল- যা পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। এই হ্রদে সূর্যাস্তের দৃশ্য পর্যটকদের মন কেড়ে নেয়।

59

 ডন জুয়ান পনড, অ্যান্টার্কটিকা
মাত্র ৪ ইঞ্চি গভীর এই হ্রদ। তাই হ্রদ না বলে একে পুকুর বলা হয়। এটির জলের লবণের পরিমাণ প্রায় ৪০শতাংশ। এর অন্যতম বৈশিষ্ট অ্যান্টর্কটিকার হাড় কাঁপানো শীতে যখন চারদিক বরফে ঢেকে যায় তখনও এই পুকুরের জল জমে যায় না। 
 

69

ক্যাস্পিয়ান ও আসার সাগর, মধ্য এশিয়া 
ক্যাস্পিয়ান সাগরের আর আরাল সাগর মধ্য এশিয়ার অন্যতম লবণ জলের হ্রদ। এটি বিশাল জলাশয়ের আয়তন প্রায় ৭৫০ মাইলদীর্ঘ। আর প্রস্থ হল ২০০ মাইল। তবে দুষণের কারণে এই হ্রদের জল নষ্ট হয়ে যাচ্ছে। রাশিয়া, কাজাকস্থান, তুর্কমেনিস্তান ইরান আর আজারবাইজান সীমান্তে রয়েছে এটি। ১৯৬০ সালে এই জলাশয় ছোট হয়ে যায় তারপরই জলে লবণের পরিমাণ বৃদ্ধি পায়। 
 

79

উর্মিয়া লেক, ইরান
আরও একটি লবণ জলের হ্রদ। দীর্ঘ দিন ধরেই জলের স্তর হ্রাস পাচ্ছে। তবে সম্প্রতি প্রবল বৃষ্টি আর সরকারি উদ্যোগে হ্রদটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। একটা  সময় এটি ছিল বিশ্বের দ্বিতীয় লবণ জলের হ্রদ। কিন্তু আজ তার জৌলুস অনেকটাই ফিঁকে। প্রচুর ব্যকটেরিায় আর প্রবাল থাকায় মাঝে মাঝেই এর জল লাল হয়ে যায়। এই হ্রদে ফ্লেমিংগো পাখি পর্যটকদের আকর্ষণের কেন্দ্র। 

89

উর্মিয়া লেক, ইরান
আরও একটি লবণ জলের হ্রদ। দীর্ঘ দিন ধরেই জলের স্তর হ্রাস পাচ্ছে। তবে সম্প্রতি প্রবল বৃষ্টি আর সরকারি উদ্যোগে হ্রদটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। একটা  সময় এটি ছিল বিশ্বের দ্বিতীয় লবণ জলের হ্রদ। কিন্তু আজ তার জৌলুস অনেকটাই ফিঁকে। প্রচুর ব্যকটেরিায় আর প্রবাল থাকায় মাঝে মাঝেই এর জল লাল হয়ে যায়। এই হ্রদে ফ্লেমিংগো পাখি পর্যটকদের আকর্ষণের কেন্দ্র। 

99

মনো লেক,  ক্যালিফোর্নিয়া 
মনোরম প্রাকৃতিক দৃশ্য পর্যটকদের বার বার টানে। কাঁচের মত স্বচ্ছ এর জল। চার পাশে রয়েছে পাহাড়, আগ্নেয়গিরি, আর ট্রাউট ঝরনা। নেভাদর তুষারশৃঙ্গ দেখতে পাওয়া যায় এখানথেকে। টুফা টাওয়ার এই হ্রদের অন্যতম আকর্ষণ। প্রচুর পাখে দেখা যায় এখানে। 
 

Share this Photo Gallery
click me!

Latest Videos