বর্তমানে যে সানস্পটটি তৈরি হয়েছে, তা থেকে যে বিপুল পরিমাণ শক্তি নির্গত হতে পারে, তাতে সম্ভবত ৫০,০০০ কিলোমিটার ব্যাসের সৌর শিখা তৈরি হতে পারে। একে করোনাল মাস ইজেকশনস বা সিএমই বলা হয়। এর ফলে পৃথিবীর বিদ্যুত পরিচালনা এবং গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস, কৃত্রিম উপগ্রহ, রেডিও সংযোগের মতো বিভিন্ন পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে মার্কিন জাতীয় মহাসাগর ও বায়ুমণ্ডল কর্তৃপক্ষ বা এনওএএ।