ভোট বৈতরণী পার হওয়ার জন্য মহামারিকেও হাতিয়ার করতে পিছনা হচ্ছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি চাইছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই করোনাভাইরাসের প্রতিষেধক বাজারে আসুক। কিন্তু প্রতেষধক বিকাশকারী সংস্থাগুলির এবার প্রশ্নের মুখে ফেলে দিয়েছে ট্রাম্পের এই ইচ্ছেকে। কারণ ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত খবরে জানা যাচ্ছে সংস্থাগুলির তৈরি প্রতিষেধক সম্মূর্ণ নিরাপদ ও কার্যকর প্রমাণিত না হওয়া পর্যন্ত সরকারি অনুমোদন না নেওয়ার দিকেই হাঁটছে। এই মর্মে আগামী সপ্তাহে ফাইজার, জনসন অ্যান্ড জনসন ও মর্ডানার মত টিকা প্রস্তুতকারক সংস্থাগুলি একি যৌথ বিবৃতি দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে।