আরেক যুগের শুরু
২০২১ সালের ২০ জুলাই তিনি নিদের সংস্থার তৈরি রকেটে চড়ে মহাকাশে পাড়ি দেবেন। তাঁর সঙ্গী হচ্ছেন তাঁর ভাই মার্ক এবং পকেটের পয়সা খরচ করে সুযোগ পাওয়া 'মহাকাশ পর্যটক' অলিভার ডিমেন। এই যাত্রা থেকে পৃথিবীতে মহাকাশ পর্যটন ব্যবসার সূচনা হতে চলেছে, এমনটাই মনে করা হচ্ছে।