কচ্ছপ, কুমীর নাকি ডাইনোসরাস, ফ্লোরিডায় ধরা পড়ল সম্পূর্ণ নতুন প্রজাতির এক প্রাণী, দেখুন

এই ভয়ঙ্কর দেখতে প্রাণীটি আমাদের পৃথিবীতেই বাস করে তা অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হতে পারে। প্রাণীটির ছবি দেখলে মনে হতে পারে বোধহয় কোনও কল্পবিজ্ঞানের গল্প বা ফিল্মের। তবে সম্প্রতি ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশনের জীববিজ্ঞানীরা এই প্রাণীটির তিনজন সদস্যের খোঁজ পেয়েছেন। যা নিয়ে বন্যপ্রাণ সংরক্ষণবাদীরা এই মুহূর্তে দারুণ উত্তেজিত। বিজ্ঞানীরা জানাচ্ছেন এই রাক্ষুসে দর্শন প্রাণীটি নেহাতই এক প্রজাতির কচ্ছপ।

 

amartya lahiri | Published : Aug 30, 2020 12:22 PM IST / Updated: Oct 19 2020, 11:13 PM IST
110
কচ্ছপ, কুমীর নাকি ডাইনোসরাস, ফ্লোরিডায় ধরা পড়ল সম্পূর্ণ নতুন প্রজাতির এক প্রাণী, দেখুন

জীববিজ্ঞানীরা জানিয়েছেন ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশনের ফাঁদে যে প্রাণীগুলি ধরা পড়েছে সেগুলি হল 'অ্য়ালিগেটর স্ন্যাপিং টার্টেল'।

210

ফাঁদে পড়া তিনটি এই প্রজাতির কচ্ছপের মধ্যে একটি পুরুষ কচ্ছপের ওজন ছিল ১০০ পাউন্ডেরও বেশি। যাকে এই প্রজাতির কচ্ছপদের মধ্যে বৃহত্তম বলে মনে করা হচ্ছে।

 

310

জানা গিয়েছে আমেরিকার ফ্লোরিডা শহরের গাইনেসভিল একারা উত্তরে একেবারেই অল্প জল থাকা এক নদীর খালে ছয়টি ৪ ফুট ব্যাসের জাল বাঁধা হয়েছিল।

 

410

সেই জালে ওই ১০০ পাউন্ডের দৈত্যাকৃতি পুরুষ কচ্ছপটির সঙ্গে সঙ্গে আরও একটি ৬৪ পাউন্ডের পুরুষ কচ্ছপ ধরা পড়েছে।

 

510

ধরা পড়েছে ৪৬ পাউন্ড ওজনের একটি মহিলা অ্যালিগেটর স্ন্যাপিং টার্টেল-ও।

 

610

জীববিজ্ঞানীরা কচ্ছপগুলির শরীর স্বাস্থ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিসংখ্যান নথিভুক্ত করে আবার সেগুলিকে ওই নদীতেই ছেড়ে দিয়েছেন।

 

710

এর আগে মনে করা হতো বিশ্বে অ্যালিগেটর স্ন্যাপিং কচ্ছপের একটিই মাত্র প্রজাতি জীবিত আছে।

 

810

কিন্তু, ফ্লোরিডার বিজ্ঞানীরা যে প্রজাতিটি পেয়েছেন, সেটি সম্পূর্ণ একটি নতুন প্রজাতি। এর বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে ম্যাক্রোচেলিস সুওয়ান্নিয়েন্সিস।

 

910

অ্যালিগেটর স্নাপিং কচ্ছপ মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বদিকের নদীনালাগুলিতে দেখা যায়। অ্যালিগেটর অর্থাৎ কুমীর-এর মতো শক্তিশালী চোয়াল এবং খোলসের উপর কাঁটা কাঁটা আঁশ থাকায় একে অ্যালিগেটর স্ন্যাপিং টার্টেল বলা হয়।

1010

আবার শক্ত ছুঁচোলো চোয়াল, কাঁটা কাঁটা আঁশ এবং মোটা লেজের কারণে একে কচ্ছপ জগতের ডাইনোসর-ও বলা হয়ে থাকে। এই ধরণের কচ্ছপ গুলি সাধারণত ৭০ বছর মতো বাঁচে। তবে কিছু কিছু অ্যালিগেটর স্ন্যাপিং কচ্ছপ ১০০ বছরের বেশি বেঁচে রয়েছে বলেও  নথিভুক্ত করা হয়েছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos