এই ভয়ঙ্কর দেখতে প্রাণীটি আমাদের পৃথিবীতেই বাস করে তা অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হতে পারে। প্রাণীটির ছবি দেখলে মনে হতে পারে বোধহয় কোনও কল্পবিজ্ঞানের গল্প বা ফিল্মের। তবে সম্প্রতি ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশনের জীববিজ্ঞানীরা এই প্রাণীটির তিনজন সদস্যের খোঁজ পেয়েছেন। যা নিয়ে বন্যপ্রাণ সংরক্ষণবাদীরা এই মুহূর্তে দারুণ উত্তেজিত। বিজ্ঞানীরা জানাচ্ছেন এই রাক্ষুসে দর্শন প্রাণীটি নেহাতই এক প্রজাতির কচ্ছপ।