এই ভারতীয়-মার্কিন অ্যারোনাটিক্যাল ইঞ্জিনিয়ারের দাদু ডাক্তার রাগাইয়া এখনও গুন্টুরেই থাকেন। তিনি জানিয়েছেন, শিরিষা খুবই সাহসী। সিদ্ধান্ত নেওয়ার বিষয়েও অসম্ভব শক্তিশালী। ছোট থেকেই তাঁর মহাকাশ নিয়ে আগ্রহ ছিল। তাঁর নাতনী, সফল অভিযানের পর, নিরাপদে পৃথিবীতে ফিরে আসুক তেমনটাই চেয়েছেন দাদু।