ডেমোক্র্যাটিক দলের ভাইস-প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে কমলার নাম আসতেই স্বভাবসুলভ ভঙ্গিতে প্রতিক্রিয়া দিয়েছেন ট্রাম্প। ট্রাম্প বলেন, বাইডেনের প্রতি শ্রদ্ধাশীল না হওয়া সত্ত্বেও কমলাকে নিজের ডেপুটি হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্তে তিনি ‘অবাক’হয়েছেন। একইসঙ্গে ট্রাম্প জানান, 'উনি (কমলা) কীভাবে কাজ করেন, তা আমরা দেখব। আপনারা জানেন, উনি প্রাথমিক ক্ষেত্রগুলিতেও খুব, খুব বাজে কাজ করেছেন।'