প্রথম দুই দফার নির্বাচন হয়ে গিয়েছে। বাকি এখনও ৬ দফা। আগামি ৬ এপ্রিল রাজ্যে তৃতীয় দফার ভোট। প্রথম দুই দফায় ষেভাবে হিংসার খবর চারিদিক থেকে এসেছে, তাতে তৃতীয় দফা শান্তিপূর্ণ করতে তৎপর করতে নির্বাচন কমিশন। তৃতীয় দফায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে তা জানানোর পাশাপাশি এক নতুন নিয়মও লাগু করল নির্বাচন কমশিন।